বাড়িতে ইঁদুরের উপদ্রব? রান্নাঘরের লাইট অফ হলেই রাতে ইঁদুরের পার্টি শুরু হয়? ইঁদুর ধরার কল বা আঠা কোনটাতেই কাজ হচ্ছে না? ছাড়ুন এসব। ইঁদুরকে রান্নাঘর থেকে একেবারের মত বিদায় করুন বেশি কষ্ট না করে। আর আপনাকে ইঁদুর মারার হাত থেকেও বাঁচাবে আজকের এই সামান্য কয়েকটি টিপস। চলুন ইঁদুর তাড়ানোর মিশানে নামা যাক।
১. পেঁয়াজের প্যাচে পালাতে বাধ্য ইঁদুরঃ
পেঁয়াজের ঝাঁজ যে কতটা সাংঘাতিক তা আমরা জানি। এক ফালি পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদে কূল পাওয়া যায় না। ইঁদুরের অবস্থাটা তাহলে ভাবুন। রান্নাঘরের যেখানে যেখানে ইঁদুরের অবাদ বিচরণ চলে সেখানে পেঁয়াজ কেটে রাখুন। একটা পেঁয়াজ খোসা না ছাড়িয়ে দু ফালি করে কেটে একটার সাথে আরেকটা ঘষে নিন। তারপর ইঁদুরের আসা যাওয়ার জায়গায় রেখে দিন। দুই থেকে তিনদিন আপনাকে এটা করতে হবে। দেখবেন ইঁদুর বাবাজী আপনার রান্নাঘর ছেড়ে রাস্তায় ঠাই নিয়েছে গিয়ে। ফিরেও আসবে না আর সে!
২. রান্নাঘর থেকে ইঁদুর পালাবে ন্যাপথলিনের গন্ধেঃ
হাতের কাছে যদি ইঁদুর একেবারের মত তাড়ানোর ব্যবস্থা আছে তাহলে প্রাণী হত্যার কাজ কেন করবেন। ন্যাপথলিন সবার বাড়িতে থাকে। একটা ছোট প্লাস্টিক নিন। তাতে কাঠি দিয়ে ছিদ্র করুন বেশ কয়েকটা। তারপর তারমধ্যে ৪ থেকে ৫ টা ন্যাপথলিন ভরে রাবার দিয়ে খোলা মুখ আটকে দিন। ইঁদুর বাবাজীর রোজকার আসা যাওয়ার পথে রেখে দিন। ন্যাপথলিনের গন্ধ নাকে যাওয়ার সাথে সাথে সে ”চাচা আপন প্রাণ বাঁচা” বলে পালাবে। আপনার বাড়ির ত্রিসীমানায় তাকে আর দেখতে পাবেন না।
৩. পেঁচার পালক রাখুন আর মজা দেখুনঃ
পেঁচা ইঁদুরের যম। ছোট বেলা থেকেই র্যাট স্কুলে বাচ্চা ইঁদুরদের ট্রেনিং দেওয়া হয় পেঁচার হাত থেকে পালানোর। পেঁচা তাদের জন্য ”দুষ্টু লোক” তাই পেঁচার থেকে যত দূরে থাকা যায় সেই পাঠ ইঁদুরদের মুখস্থ। পেঁচার পালক যদি পান তাহলে আর কিচ্ছু করতে হবে না। রেখে দিন রান্নাঘরের এমন জায়গায় যাতে ইঁদুরের চোখে পড়ে। বাকি কাজ ওই পালক করে নেবে। একবার যদি চোখের সামনে পেঁচার পালক ইঁদুর দেখতে পায়, জুনিয়ার থেকে সিনিয়ার সব ইঁদুর আপনার রান্নাঘর তো বটেই পাড়া পর্যন্ত ছেড়ে দেবে।
৪. বিড়াল পোষার ইচ্ছে থাকলে আজই ঘরে আনুনঃ
এই টিপস ১০০% কাজ করতে নিজের চোখে দেখা। নতুন বাড়িতে শিফট করার পর থেকে পাড়ার বিড়ালদের আমার বাড়িতে পাত পেড়ে খাওয়াই। ইঁদুর তাড়ানোর জন্য নয়, নিছক ভালোবাসা থেকে। তা আমার ভালোবাসার প্রতিদান স্বরূপ একটি বিড়াল তার একটি ছানাকে আমার বাড়ি রেখে দেয়। সেও বোঝে পাড়া ঘুরে বেরানো মায়ের চেয়ে আমার এই মানুষ মা আমার বেশি খেয়াল যত্ন করছে। বিশ্বাস করবেন না আমার টুকু যবে থেকে বাড়িতে আছে রান্নাঘরের ইঁদুর গুলোকে আর দেখি না। পাশের বাড়ি থেকে মাঝে মধ্যে চিৎকার শোনা যায়, ”মার ব্যাটাকে, ওই ওই পালালো”। ভাবছেন গল্প দিচ্ছি! পুষে দেখুন।
৫. এসেন্সিয়াল অয়েল রাখুন ইঁদুরের আসা যাওয়ার পথেঃ
বাজার থেকে এক বোতল এসেন্সিয়াল অয়েল কিনে আনুন। এর তীব্র গন্ধ ইঁদুররা সহ্য করতে পারে না। এসেন্সিয়াল অয়েলের বোতলে একটা ছোট ছিদ্র করে ইঁদুরের আসা যাওয়ার পথে রেখে দিন। এর গন্ধ একবার তাদের নাকে গেলে আপনার রান্নাঘরের দিকে আর মুখ ফিরে তাকাবে না।