কলকাতার জনপ্রিয় বহু পুরানো এই ৯ টি মিষ্টির দোকান একবার হলেও যান!

01

আদি হরিদাস মোদক মিষ্টান্ন ভাণ্ডারঃ শ্যামবাজার মোড়ে গেলে যান একবার এখানে চলে। চেখে দেখুন ছানার জিলিপি, কালাকান্দ আর ক্ষীর কদম।

02

সেন মহাশয়ঃ একশো কুড়ি বছরের পুরনো দোকান এটি। রাতাবি, মনমাতানো, মনোহরা, অপরুপা, আবার খাবো এগুলো অবশ্যই ট্রাই করবেন।

03

ভবতারিণী মিষ্টান্ন ভাণ্ডারঃ ১৯৫২ সালে তৈরি এই দোকান। নানা ভ্যারাইটির মিষ্টি পাবেন। কেশর চমচম আর ভ্যানিলা রসগোল্লা একবার হলেও খেয়ে দেখবেন।

04

নবীন চন্দ্র দাসঃ বাংলায় রসগোল্লা মিষ্টির উদ্ভাবন করেন নবীন চন্দ্র দাস। এখানে বানানোর রসগোল্লার স্বাদ বিশ্ব বিখ্যাত।

05

গিরীশ চন্দ্র দে এন্ড নকুর চন্দ্র নন্দীঃ দুজনে মিলে ১৮৪৪ সালে এই দোকানের প্রতিষ্ঠা করেন। এদের মিষ্টি খেতে হলে ওনাদের হেদুয়ার দোকানে চলে যান।

06

মাখন লাল দাস এন্ড সন্সঃ ১৮২৭ সালে তৈরি এই মিষ্টির দোকানে রাবড়ি, মিষ্টি দই খুবই বিখ্যাত। এখন এখানের চকলেট সন্দেশও খুব জনপ্রিয়।

07

নলিন চন্দ্র দাস এন্ড সন্সঃ অনেক পুরনো এই দোকান। ১৮৪১ সালে তৈরি। জলভরা, তাল সন্দেশ আর চন্দ্র পুলি এখানের বিখ্যাত মিষ্টি।

08

পুঁটিরামঃ এখানের কচুরি ছোলার ডাল খেতে বহু দূর থেকে আজও মানুষ আসেন। গুলাব জামুন, রসগোল্লা আর মালপোয়া খেয়ে দেখবেন।

09

ভীম চন্দ্র নাগঃ বউ বাজারে ১৮২৬ সালে এই দোকান তৈরি হয়। এখানের দিলখুশ, আবার খাবো আর ফেমাস ভীম চন্দ্র নাগের সন্দেশ।

Read More 

দশটি খাবার যা গ্রীষ্মের তাপে সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায়