Brush Stroke

কাজল গৌরী বা ম্যাকেরেল মাছের মাসালা ফ্রাই ম্যাঙ্গালোরিয়ান স্টাইলে বানানো, এককথায় লাজাবাব!

Brush Stroke

দুপুরের খাওয়ার জন্য তৈরি করতে পারেন কাজল গৌরী মাছের মাসালা ফ্রাই। এটির স্বাদ ছিল চমৎকার এবং দুর্দান্ত।

Brush Stroke

১. কাজল গৌরী মাছ ধুয়ে মাছের দৈর্ঘ্য বরাবর উভয় দিক ছুরি দিয়ে চেরা করে দিন উপর থেকে।

Brush Stroke

২. শুকনো লঙ্কা, ধনে, জিরে, রসুন, পেঁয়াজ, গোলমরিচ আর তেঁতুল দিয়ে পেস্ট বানিয়ে তাতে হলুদ লবণ মেশান।

Brush Stroke

৩. মাছের গায়ে এই পেস্টটি মাখিয়ে  ১ ঘন্টা ম্যারিনেট করে রাখুন। অবশিষ্ট মসলা রেখে দিন ভাজার সময় কাজে লাগবে।

Brush Stroke

৪. প্যান গরম  করে ২ চামচ  নারকেল তেল দিয়ে এতে ম্যারিনেট করা মাছ ভাজুন।

Brush Stroke

৫. মাঝারি থেকে কম আঁচে  ৫ মিনিট করে মাছের উভয়  দিক ভেজে নিন।

Brush Stroke

৬. ভালো করে ভাজা হয়ে গেলে মাছ একটি প্লেটে স্থানান্তর করুন।

Brush Stroke

৭. মাছ ভাজার প্যানে আরও ২ চামচ নারকেল তেল দিয়ে কারিপাতা ও  বাকি মসলা যোগ করুন এবং কিছুক্ষণ ভাজুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়।

Brush Stroke

৮. গন্ধ চলে গেলে এতে সামান্য জল দিয়ে মসলা কষিয়ে নিন। লবণ চেক করে নেবেন।

Brush Stroke

৯. ভাজা মাছ এতে দিয়ে মসলা সাবধানে মাছের সারা গায়ে ছড়িয়ে কয়েক মিনিট রান্না করুন।

Brush Stroke

১০. সুন্দর প্লেটে মাছ রেখে গোল করে কাটা শসা ও লেবু দিয়ে   কাজল গৌরী মাছের মাসালা ফ্রাই সাজিয়ে পরিবেশন করুন।

বাংলার ঐতিহ্যবাহী চাটনির এই ১০টি রেসিপি খেলে গরমকালে আরাম পাবেন।

See Next Story...