বৈদ্যুতিক কেটলিতে সিম্পল এই ১০ টি খাবার বানাতে পারেন।

Gray Frame Corner

১. মসলা চাঃ কেটলি আছে আর চা না বানালে কি চলে! তাই এতে বানান মসলা চা। সিম্পল কিন্তু স্পেশাল।

২. ম্যাগিঃ অন্তত একবার হলেও এতে ম্যাগি বানাতেই হবে।

৩. সিদ্ধ ডিমঃ সিদ্ধ ডিম একটি স্বাস্থ্যকর এবং দ্রুত বানানো যায় এমন খাবার।

৪. স্টিমড রাইসঃ হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন। বৈদ্যুতিক কেটলিতে ঝটপট এটা বানানো যায়।

৫. সয়া চাঙ্কঃ অল্প মাখন ব্যবহার করে মসলা দিয়ে সয়া চাঙ্ক বানিয়ে ফেলুন একদিন।

৬. পপকর্নঃ কেটলি ঢেকে আঁচ কমিয়ে ২-৩ সেকেন্ডে পপকর্ন পপিং হবে।

৭. মাসালা কর্নঃ খুব সহজে দ্রুত মাসালা কর্ন  বৈদ্যুতিক কেটলিতে বানানো যায়।

৮. হট চকোলেটঃ যারা হট চকোলেট খেতে ভালোবাসে তাদের জন্য সেরা বৈদ্যুতিক কেটলি।

৯. পাস্তা স্যালাদঃ ইয়াম্মি টেস্টি পাস্তা স্যালাদ এতে বানানো যায় নিমেষে।

১০. পোহাঃ সকালের জলখাবারের জন্য পোহা বানাতে হলে বৈদ্যুতিক কেটলিতে বানান।

Read    More...

এঁচোড় চিংড়ির ক্লাসিক ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি

Gray Frame Corner

0218