পেঁপের তৈরি
সুস্বাদু
হালুয়া
রেসিপি
Scribbled Underline
Step 1
পেঁপে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন দানা ফেলে দিন।
Scribbled Underline
Step 2
তারপর মিক্সিতে এর পেস্ট বানিয়ে নিন।
Scribbled Underline
Step 3
প্যানে সামান্য ঘি গরম করে তাতে কাঠবাদাম, কাজু বাদাম ভেজে তুলে রাখুন প্লেটে।
Scribbled Underline
Step 4
গ্রেট করা পেঁপে প্যানে দিয়ে রান্না করুন, এর থেকে জল বের হবে।
Scribbled Underline
Step 5
শুকনো নারকেল কোড়া দিয়ে ভালো করে মেশান। দানা দানা যেন না থাকে।
Scribbled Underline
Step 6
স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য এলাচ গুঁড়ো যোগ করুন।
Scribbled Underline
Step 7
চিনি গলে গিয়ে হালুয়া ঘন হয়ে আসলে গ্যাস অফ করুন।
Scribbled Underline
Step 8
পেঁপের হালুয়া ঠাণ্ডা করে ভাজা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
Scribbled Underline
READ
NEXT
Scribbled Underline 2
ভারতীয় খাবারের অন্যতম জনপ্রিয় তেঁতুল বা ইমলি চাটনি রেসিপি
CLICK HERE