১. আনারস লেমনেডঃ ব্লেন্ডারে কাটা আনারস ব্লেন্ড করুন। গ্লাসে রস ঢেলে তাতে লেবুর রস, ম্যাপেল সিরাপ, এবং লবণ যোগ করুন।
২. লেবু ও শসা ডিটক্স ওয়াটারঃ ব্লেন্ডারের টুকরো করা শসা, পুদিনা পাতা, জল ও এক চিমটি লবণ যোগ করুন। লেবুর স্লাইস গ্লাসে দিয়ে শসার মিশ্রণ ঢেলে দিন।
৩. মধু, লেবু এবং আদা ড্রিঙ্কসঃ এক গ্লাস গরম জলে আদার রস, লেবুর রস আর মধু মিশিয়ে গরম থাকা অবস্থায় পান করুন।
৪. ডিটক্স হলুদ চাঃ হলুদ, আদা,গোলমরিচ এবং মধু হালকা গরম জলে মিশিয়ে পান করুন।
৫. কমলালেবু, লেবু, শসা ডিটক্স ওয়াটারঃ ব্লেন্ডারে কমলালেবু, শসার জুস বের করে নিয়ে গ্লাসে ঢেলে লেবুর রস আর সামান্য বিট নুন মিশিয়ে পান করুন।
৭. পালং শাকের ডিটক্স জুসঃ পালং শাক, পুদিনাপাতা এবং লেবুর রস মিশিয়ে জুস বানিয়ে তাতে সামান্য রক সল্ট যোগ করে ডিন।
৮. পেয়ারা শসা পুদিনা ড্রিঙ্কসঃ পেয়ারা,শসা,লেবুর রস মিশিয়ে বরফ দিয়ে গ্লাসে ঢেলে পান করুন।