বাঙালি স্টাইলে
মসলাদার পমফ্রেট
মাছের ঝাল রেসিপি
Scribbled Underline
Step 1
পমফ্রেট মাছ ধুয়ে এতে হলুদ, লবণ ও সরিষার তেল মেখে একপাশে রাখুন।
Scribbled Underline
Step 2
কড়াইয়ে সরিষার তেল গরম করে মাছ ভাজুন সোনালি বাদামী করে ও ভাজা হলে তুলে রাখুন।
Scribbled Underline
Step 3
সরিষা দানা এবং পোস্ত দানা ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ছেঁকে নিন।
Scribbled Underline
Step 4
সরিষা, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা এবং দই সামান্য লবণ আর জল মিশিয়ে একসাথে পিষে পেস্ট বানিয়ে নিন।
Scribbled Underline
Step 5
মাছ ভাজার তেল ৪ চামচ কড়াইয়ে রেখে বাকিটা তুলে রাখুন।
Scribbled Underline
Step 6
গরম তেলে পেঁয়াজ সোনালি বাদামী করে ভাজুন এবং এতে মসলার পেস্ট যোগ করুন।
Scribbled Underline
Step 7
তারপর প্যানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এবং হলুদ যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন।
Scribbled Underline
Step 8
মসলাটি ভেজে নিন যতক্ষণ না মসলার পাশ থেকে তেল আলাদা হচ্ছে। বাটা মসলার পাত্রে সামান্য জল মিশিয়ে এতে দিয়ে দিন।
Scribbled Underline
Step 9
মসলা কষানোর পর স্বাদ অনুযায়ী লবণ ও জল মিশিয়ে ফোটান।
Scribbled Underline
Step 10
গ্রেভি ফুটতে শুরু করলে ভাজা পমফ্রেট মাছ যোগ করুন।
Scribbled Underline
Step 11
যতটা ঝোল রাখতে চান ততটা রান্না হয়ে এলে তুলে রাখুন। রেডি মসলাদার পমফ্রেট মাছের ঝাল।
Scribbled Underline
WATCH
NEXT
Scribbled Underline 2
সবুজ চাটনির সাথে সুস্বাদু মাটন কিমা সামোসা বা সিঙ্গারা পরিবেশন করুন
CLICK HERE