উচ্ছে সরষে চচ্চড়ি এককথায় অসাধারণ

Scribbled Underline

Step 1

উচ্ছে আলু বেগুন টুকরো টুকরো করে কেটে নিন।

Scribbled Underline

Step 2

এক এক করে আলু উচ্ছে বেগুন ভেজে তুলে রাখুন। একসাথে ভাজবেন না।

Scribbled Underline

Step 3

গরম তেলে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিন।

Scribbled Underline

Step 4

ভেজে রাখা উচ্ছে আলু বেগুন ঢেলে দিন।

Scribbled Underline

Step 5

সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুন মেশান।

Scribbled Underline

Step 6

কয়েক মিনিট রান্নার পর সরষে বাটা দিয়ে দিন।

Scribbled Underline

Step 7

মসলা কষানোর পর ২ কাপ জল দিয়ে দিন।

Scribbled Underline

Step 8

ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট সবজি সেদ্ধ করে নিন মাঝারি আঁচে।

Scribbled Underline

Step 9

জল মজে এলে সামান্য পোস্ত বাটা মিশিয়ে কয়েক মিনিট কষান।

Scribbled Underline

Step 10

সুস্বাদু উচ্ছে চচ্চড়ি তৈরি। গরম ভাত দিয়ে খান।

Scribbled Underline

WATCH  NEXT

Scribbled Underline 2

রুই মাছের ৮ টি পদ যা রেস্তোরাঁয় খুব কমই পাওয়া যায়