খাবারের বিচিত্র কম্বো যা ট্রাই করতে কৌতূহলী ও সাহসী হতে হবে!

থাম্বস আপ ফুচকাঃ টক জল বানানো হয় থাম্বস আপ দিয়ে। বালিগঞ্জে হেমন্ত মুখার্জি সরনির কাছে গেলে একবার ট্রাই করে দেখবেন!

01

ডাল মাখনি আইসক্রিম রোলসঃ একেই বলে এক ঢিলে দুই পাখি! মেন কোর্স আর ডেজার্ট একসাথে। আজব খাবার!

02

ফ্যান্টা ম্যাগিঃ নাম শুনেই মাথা ঘুরছে! তাহলে আরও শুনুন এটা খেতে মানুষের লাইন লেগে যায় গাজিয়াবাদের এই দোকানে।

03

চকোলেট বিরিয়ানিঃ আমরা আপনার মতই বিভ্রান্ত। এই অস্বাভাবিক জুটি মুম্বাইয়ের ওয়ারহাউস কিচেনে একজন ইউটিউবার খেতে ট্রাই করেছিলেন।

04

অরিও পকোড়াঃ আমেদাবাদে খুব জনপ্রিয় এই পকোড়া। অরিও বিস্কুট বেসনে ডুবিয়ে ভাজা হয়।

05

ফুচকা চপঃ ভুল পড়ছেন না! ফুচকা দিয়ে তৈরি চপ। সল্ট লেকের এফ.ডি ব্লকের মাঠের কাছের খাওয়ার স্টলে পেয়ে যাবেন।

06

চকোলেট ফ্রাইঃ চকোলেট খাই না! চকোলেট ফ্রাই। বেসনে চুবিয়ে চকোলেটের বার ফ্রাই করা!

07

ম্যাঙ্গ ফুচকাঃ ফুচকা চপ, থাম্বস আপ ফুচকা শুনে কেমন একটা হলে ম্যাঙ্গ ফুচকা শুনে কি করবেন। এটিও খুব জনপ্রিয়। মুম্বাই গেলে পাবেন।

08

ফ্যান্টা অমলেটঃ শুধু ফ্যান্টা ম্যাগি না অমলেটও পাওয়া যায় তবে তা আবার সুরাটে খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্স আজকাল!

09

মহব্বত কা শরবৎ রেসিপি। এটা শুধু পানীয় নয় একরাশ ভালোবাসার শরবৎ!

Watch next