About Me
নমস্কার !
আমি আলাদা বা অসাধারণ কেউ নই। তবে আমি হলাম CurryNaari’র চালিকা শক্তি। খোলা আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে বানানো, আমার এই রন্ধনশালা। যেখানে সবার সাদর আমন্ত্রণ।
নারীদের ছোটবেলা থেকে হেঁশেলের হাল টানতে, দেখতে দেখতে বড় হওয়া নন্দিনী, সাধারণ কিন্তু স্বতন্ত্র নন্দিনী। চেনা-অচেনা নানা রকম খাবারের স্বাদ নেওয়া নন্দিনী। রান্নাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ভাবা আমি। হ্যাঁ আমি CurryNaari ও আমি নন্দিনী।
আমিষ-নিরামিষ খাবারের পাশাপাশি মিষ্টি মুখ করার নানা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। সাথে থাকছে খাবার নিয়ে নানা রকমের লেখালেখি। রান্নার উপায় থেকে রান্নার নানা মুশকিল আসানের সহজ সমাধান রয়েছে CurryNaari’র ঝুলিতে। সাথে থাকুন, পাশে থাকুন আর খেতে থাকুন মন খুলে।