পুজো বা অনুষ্ঠান ছাড়া তামার বাসনপত্র রান্না ঘরের বাঙ্ক থেকে নামে আর কই! তবে যখন তারা নামে কাজ বাড়িয়ে দেয় দ্বিগুণ। বছরের পর বছর তাদের গায়ে হাওয়া লেগে লেগে জমে বিচ্ছিরি দাগ। গৃহিণীর হাত ব্যথার জোগাড় আর কি! মাজতে মাজতে হাত দুটো খুলে আসা টুকুই বাকি থাকে। তেঁতুলের দাওয়াই আছে, তবে তা সময় সাপেক্ষ। আজ তাই চলে এলুম সহজ একখানা টোটকা বা আধুনিক ভাষায় টিপস নিয়ে।
তামার বাসনপত্র কম সময়ে পরিষ্কার করতে কি কি লাগবেঃ
- পাতিলেবুর রস হাফ চামচ
- সাদা নুন হাফ চামচ
- ভিনিগার হাফ চামচ
- স্কচবাইট
তামার বাসনপত্র কিভাবে পরিষ্কার করবেনঃ
তামার যে পাত্রটি পরিষ্কার করতে চান তা আগে একটি কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। এবার এর গায়ে ভিনিগার লাগিয়ে নিন ভালো করে। লাগানো হয়ে গেলে ১০ মিনিটের জন্য রেখে দিন। দশ মিনিট পর স্কচবাইট দিয়ে আসতে আসতে মাজুন। দেখবেন দুই মিনিটের মধ্যে ময়লা দাগ হালকা হয়ে এসেছে। এবার এতে লেবুর রস আর নুন একসাথে মিশিয়ে নিয়ে স্কচবাইট দিয়ে লাগান। লাগিয়ে ঘষতে থাকুন ধীরে ধীরে। পাঁচ মিনিটের মধ্যে দাগ দূর হয়ে গিয়ে চকচক করছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে নিন। এর চেয়ে সহজ আর কি হতে পারে! যদি আপনাদের জানা থাকে কোন টিপস, তাহলে কমেন্ট করে জানান।
Nice information
Thank you 🙂