রান্নাঘরের স্টিলের ডাস্টবিন নোংরা হয় রোজই। যতই পরিষ্কার করা হোক না কেন বিচ্ছিরি দাগ একদম যেতে চায় না। চা পাতার দাগ, তেলের দাগ সব মিশে একাকার হয়ে থাকে। আসলে এই দাগ শুধু জল দিয়ে ধুলে যায় না। যদি রোজ কেউ বাসন মাজার সাবান দিয়ে এটা মেজে মেজে পরিষ্কার করেন, তাহলে নোংরা দাগ থাকবে না। কিন্তু সেটা কারো পক্ষে সম্ভব নয়। দাগ জমে বিচ্চিরি দেখায় ডাস্টবিন। ব্যবহার করুন আজকের টিপস, যতই জেদি দাগ হোক না কেন দূর হয়ে যাবে নিমেষে।
রান্নাঘরের স্টিলের ডাস্টবিন পরিষ্কার করতে কি কি লাগবেঃ
- পাতিলেবু একটা
- নুন এক চামচ
- বেকিং সোডা এক চামচ
- স্কচবাইট বা বাজন মাজার জালি
- জামাকাপড় পরিষ্কার করার সার্ফ এক চামচ
রান্নাঘরের স্টিলের ডাস্টবিন পরিষ্কার কিভাবে করবেনঃ
প্রথমেই একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। একটি বাটিতে একটা পাতিলেবুর রস, এক চামচ নুন আর এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা ডাস্টবিনের গায়ে ভালো করে লাগান। লাগানো হয়ে যাওয়ার পর ১৫ মিনিট রাখুন। তারপর স্কচবাইট দিয়ে বা যেকোনো বাসন মাজার জালি দিয়ে আসতে আসতে ঘষতে থাকুন। হালকা দাগ একদম উঠে যাবে এতে। আর জেদি দাগ হালকা হতে থাকবে। তবে এতে উঠবে না। তার জন্য এবার সার্ফ ডাস্টবিনের গায়ে ছড়িয়ে দিয়ে ভালো করে ঘষতে থাকুন। এতে দেখবেন হালকা হয়ে আসা জেদি দাগ নিমেষে উধাও। ভাববেন না এক মিনিট লাগবে। ১০-১৫ মিনিট মত ভালো করে মাজলেই নতুনের মত চকচক করবে নোংরা ডাস্টবিন।