আজকাল বাজার থেকে কেনাকাটার সময় বিশেষ করে সবজি কিনতে গেলে প্লাস্টিক নেট ব্যাগ দেয়। মুদি দোকানে কিছু পরিমাণে পণ্য – যেমন পেঁয়াজ, আলু, আদা রসুন জাল ব্যাগে বিক্রি করা হয়। এই ব্যাগগুলিকে ছুঁড়ে ফেলার পরিবর্তে, আপনি বিভিন্ন উপায়ে ব্যাগগুলি পুনরায় ব্যবহার করতে পারেন। সৃজনশীলভাবে সেগুলি পুনরায় ব্যবহার করার অনেক উপায় রয়েছে। এখানে ৬টি উপায়ে প্লাস্টিক নেট ব্যাগ পুনঃব্যবহার করার কৌশল বলা হয়েছে। ট্রাই করে দেখতে পারেন একবার হলেও।
১. বাসন মাজার স্ক্রাবারঃ
প্লাস্টিক নেট ব্যাগ দিয়ে খুব সুন্দর বাসন মাজার স্ক্রাবার বানানো যায়। একটা স্পঞ্জ চৌক করে কেটে তা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে চারিদিক আটকে দিন। তৈরি হয়ে যাবে জালি। এই দিয়ে বাসন মাজার সুবিধা বেশি। বিশেষ করে কাচের পাত্র ভালো করে পরিষ্কার করতে এটা কাজে লাগাতে পারেন। ট্রাই করে দেখুন।
২. গাছের ফল বাঁধতেঃ
বাড়িতে গাছ থাকলে এটি খুব কাজের প্রমাণিত হতে পারে। পাখি, বাঁদুরের থেকে ফল বাঁচাতে হলে এই জালি দিয়ে ফল বেঁধে দিন। এতে করে ফল সুন্দর ভাবে বাড়তে পারবে আর এর ভয়ে পাখিতে মুখ দেবে না। তাছাড়া শাক সবজির চারপাশে আলগাভাবে একটি জাল ব্যাগ বেঁধে রাখুন যাতে পাখিরা ঠোকরাতে পারবে না।
৩. বাচ্চাদের খেলনা রাখার জিনিসঃ
আপনার বাচ্চারা স্নানের সময় রাবারের হাঁস বা প্লাস্টিকের নৌকা নিয়ে খেলতে পছন্দ করতে পারে। বাথটাবের দেয়ালে দুটি সাকশন কাপ হুক ব্যবহার করুন। স্নানের পরে ভেজা খেলনা সংরক্ষণের জন্য একটি জাল ব্যাগ ঝুলিয়ে দিন। তাছাড়াও বাচ্চাদের অসংখ্য ছোট বড় খেলনা। তা গুছিয়ে রাখতেও এর ব্যবহার করতে পারেন। এতে রাখলে দেখাও যাবে কোনটা কোথায় আছে। দরকারে নামিয়ে দিতে পারেন।
৪. জামা কাপড়ে ন্যাপথলিন দিতে এর ব্যবহারঃ
আলমারিতে ন্যাপথলিন রাখে না এমন বাঙালী বোধ হয় নেই। তবে ন্যাপথলিনের দাগ জামাতে লেগে যায় অনেক সময়। এই সমস্যার সমাধান করুন নেটের ব্যাগ দিয়ে। এবার থেকে আলমারি গোছানোর পর ন্যাপথলিন কোনে ফেলে না দিয়ে এই ব্যাগে ভরে রাখুন। ঝুলিয়েও দিতে পারেন। এতে করে ন্যাপথলিন তার কাজ করবে কোন রকমের দাগ না ছড়িয়ে।
৫. মসলার প্যাকেট রাখতেঃ
মসলার অতিরিক্ত প্যাকেট বয়ামে রাখলে মাঝে মাঝে ভুলে যাওয়ার অভ্যাস অনেকের থাকে। দরকারে খুঁজে পাওয়া যায় না। এখন থেকে প্লাস্টিক নেট ব্যাগে মসলার প্যাকেট ভরে রাখুন। এতে রাখলে দেখতে পাওয়া যাবে। প্রয়োজনে শজেই বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন।
৬. ভ্রমণের সময় ব্যবহার করুনঃ
রাস্তা ঘাটে যেদিকে তাকাই নোংরা। এটা এখন থেকে বলা বন্ধ করে নিজেরাও সচেতন হন। এই নোংরা তো আমরাই করি। দূরপাল্লার ট্রেনে হোক বা লোকাল ট্রেন, যাতায়াতের সময় খাওয়া দাওয়ার পর প্যাকেট, ঠোঙ্গা সব জানলা দিয়ে বাইরে ফেলে থাকি। এসব নিজেদেরই বন্ধ করতে হবে। প্লাস্টিক নেট ব্যাগ কাজে লাগান। বাইরে ঘুরতে বেরোলে ব্যাগে একটা রেখে দিন। এর মধ্যে আবর্জনা রাখুন। সময় মত ডাস্টবিনে ফেলে দিন।