পৃথিবীর সব বাড়িতে রোজ একটি জিনিস সবাই বানান কমবেশি, আর সেটা হচ্ছে চা। আর এই চা পাতার কাজ শুধু চা বানিয়েই শেষ হয়ে যায়না। রান্নাঘরের নানান টুকিটাকি কাজে ব্যবহার করা হয়। তবে আজকে এমন একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য।
চা পাতা জুতোয় ঢেলে রাখেন কি? অবাক হচ্ছেন তো! আসলে সত্যি চা পাতা জুতোয় ঢেলে রাখা একটা দারুন কাজ। তবে অবশ্যই খাওয়ার চা পাতা নয়। চা বানানোর পর যে পাতা আমরা ফেলে দিয়ে থাকি সচারচর, সেই পাতা। সেক্ষেত্রে এটি রাখার সঠিক একটি পদ্ধতি আছে। যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর লেখার শেষে বলবো, কেন এমনটা করবেন!
চা পাতা কি ভাবে রাখবেন জুতোয়ঃ
চা বানানোর পর চা পাতা ফেলে না দিয়ে একটি বাটিতে তুলে রাখুন। তারপর এই চা পাতা রোদে শুকিয়ে নিতে হবে। ভেজা থাকা চলবে না। যদি চিনি দেওয়া চা পাতা হয় তাহলে একবার জলে ধুয়ে নিয়ে তারপর রোদে শুকোতে দেবেন। চা পাতা শুকিয়ে গেলে একটি টিস্যু পেপারে এক চামচ চা পাতা নিয়ে রাবার দিয়ে মুড়ে ফেলুন। তারপর কি করবেন সেটা বলছি। তার আগে আরেকটা জিনিস বলে রাখা জরুরি।
অনেকেই টি ব্যাগ ব্যবহার করেন আজকাল। যদি টি ব্যাগ ব্যবহার করেন চা বানাতে তাহলে সেটা রোদে শুকিয়ে নেবেন। এক্ষেত্রেও চিনির সংস্পর্শে ব্যাগটি এলে সেটাকে জলে ধুয়ে তারপর শুকিয়ে নেবেন। শুকিয়ে গেলে একটি টিস্যু পেপারে মুড়ে রাবার দিয়ে আটকে নেবেন। জুতোয় রাখার জন্য প্রস্তুত।
জুতোয় চা পাতা রাখলে হবেটা কি?
এতক্ষণ ধরে এই প্রশ্নটাই আপনার মাথায় ঘোরাফেরা করছে আশাকরি। আসলে জুতোয় পায়ের ঘাম থেকে বাজে গন্ধ হয়। শীত গ্রীষ্ম বরষা জুতোয় বাজে গন্ধ হবেই হবে। এর থেকে একেবারের মত পয়সা খরচ না করতে বাঁচতে চাইলে, চা পাতা বেস্ট উপায়। টিস্যুতে মোড়া চা পাতা জুতোয় ভরে রেখে দিন। বাজে গন্ধ বলে আর কিছু থাকবে না কখনও।
বিশ্বাস করুন একটা পয়সা খরচ না করে এত ভালো উপায় আর কোথাও পাবেন না। সাথে সাথে চা পাতা ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারও করতে পারবেন ইচ্ছে মত।