skip to content
CurryNaari
Welcome to Nandini’s world of cooking & more...

বাসনের পোড়া দাগ না মেজে ১৫ মিনিটে দূর করার টিপস!

বাসনে পোড়া দাগ

চা বসিয়ে অফিসের কাজে ব্যাস্ত হয়ে গিয়েছেলেন! আর কি বাটি পুড়ে ছাই। কাজ করবেন না এখন পোড়া বাটি মাজতে বসবেন? কোন চিন্তা নেই। এই দাগ তোলার সেরা টিপস আজ আপনাদের সাথে শেয়ার করছি। নেক্স টাইম এরকম হলে ট্রাই করে দেখুন। মাত্র ১৫ মিনিটে বাটির পোড়া দাগ ভ্যানিস।

বাসনের পোড়া দাগ তুলতে কি কি লাগবেঃ

  1. বেকিং সোডা এক চামচ
  2. ডিশ ওয়াশ হাফ চামচ
  3. জল এক গ্লাস

বাসনের পোড়া দাগ তোলার পদ্ধতিঃ

যে পাত্রটি পুড়ে গিয়েছে তাতে এক গ্লাস জল ভরে রাখুন। যতটা জায়গা পর্যন্ত পোড়া লেগেছে তা জল দিয়ে কভার করবেন। এবার এই বাটি গ্যাসে বসিয়ে দিন কম আঁচে। এতে বেকিং সোডা দিন এক চামচ। আর হাফ চামচ ডিশ ওয়াশ। ৫ মিনিট জল ফোটান মিডিয়াম আঁচে। তারপর গ্যাস অফ করে ৫ মিনিট রাখুন। পাঁচ মিনিট পর গরম জল একটি পাত্রে ঢেলে রাখুন। ঢালার সময় দেখতে পাবেন অর্ধেক পোড়া জলের সাথে বেরিয়ে আসছে।

এবার একটা চামচ নিয়ে বাটির পোড়া দাগে লাগিয়ে দেখুন, সব পোড়া দাগ মালাইয়ের মত উঠে আসছে। চামচ দিয়ে হালকা ঘষলেই দাগ ভ্যানিস। এবার সামান্য বাসন মাজার সাবান বা লিকুইড ডিশ ওয়াশ স্কচবাইটে নিয়ে বাটি নর্মাল মেজে নিন। জল দিয়ে ধুয়ে দেখুন একটাও দাগ নেই। পোড়া গন্ধ চলে গিয়েছে। নতুনের মত বাটি চকচক করছে।

Article Tags:
·
Article Categories:
Tips & Hacks

Comments

  • কালচিটে Gas burner নতুনের মত চকচকে হবার কোন tips জানা থাকলে জানাবেন।

    সুপর্ণা সরকার July 6, 2022 1:56 pm Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *