skip to content
CurryNaari
Welcome to Nandini’s world of cooking & more...

ফ্রিজে বরফ জমে পাহাড়? সহজে ও কম সময়ে তা পরিষ্কার করার টিপস

বরফ জমা

বাড়িতে ফ্রিজ থাকলে যেমন অনেক সুবিধা তেমনি ফ্রিজ নষ্ট হয়ে গেলে ততই ঝামেলা পোহাতে হয়। ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা দূরহ হয়ে পড়ে। 

ফ্রিজে অতিরিক্ত বরফ জমার কারণঃ

আপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ হয়ে দাঁড়ায়। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।

অতিরিক্ত বরফ জমা রোধ করার উপায়ঃ

সঠিক স্থানে ফ্রিজ রাখাঃ

অনেকে ভুল বুঝে ফ্রিজের ব্র্যান্ডকে গালমন্দ করেন। যে ফ্রিজগুলো ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু আপনার ফ্রিজের অনেক সমস্যা আপনার অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভালো না থাকে তবে পরামর্শ দিচ্ছি ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।

অতিরিক্ত বোঝাই না করাঃ

সকল ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন নতুন সমস্যার সৃষ্টি করা। প্রথমত, এর কারণে ফ্রিজের ভিতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠাণ্ডা হবে না তো আবার কখন বরম জমে চাই হয়ে যাবে। 

সঠিকভাবে ফ্রিজের দরজা বন্ধ করাঃ

কাজের ব্যস্ততার সময় একটা বিষয়ে অবহেলা হয় যে, ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। মনে রাখবেন, ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সমস্যাটি কোথায়? ফ্রিজ খোলার পর নিশ্চিত করুন দরজাটি ভালোভাবে এটে গেছে। সঠিক ব্যবহার না হলেই ফ্রিজে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে এটা একেবারে স্বাভাবিক।

জমা বরফ পরিষ্কারের সহজ উপায়ঃ

ফ্রিজের যে অতিরিক্ত বরফ তা অল্প থাকতেই তুলে ফেলুন। চ্যাপ্টা কোন জিনিস যেমন- খুন্তি, চামচ, তবে তা যেনো মেটালিক না হয়। কারণ মেটালের জিনিস ফ্রিজের বডিতে স্ক্রাচ বা আঘাত দিতে পারে।

প্রথম ধাপঃ

ফ্রিজটিতে যেহেতু প্রচুর বরফ জমেছে তাই এর পাওয়াটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। কিছু গরম জল স্প্রে করতে পারেন যদি তা সম্ভব হয়। 

বরফ গলছে ফ্রিজে

দ্বিতীয় ধাপঃ

এখন ফ্রিজ থেকে অনেক জল ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরানো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে আপনার কাজ অনেক সহজ হবে। নতুবা এই জল সারা ঘর তলিয়ে ফেলবে। যা পরবর্তীতে পরিষ্কার করা মানে কোমরের ব্যথায় ভোগা।

তৃতীয় ধাপঃ

এই জলগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে দ্রুতই কাজে নেমে পরুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো চেঁষে ফেলুন। 

চতুর্থ ধাপঃ

পরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভিতরটা একেবারে মুছে ড্রাই করে ফেলুন। 

পঞ্চম ধাপঃ

এবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর আস্তে আস্তে জিনিসপত্র রাখতে শুরু করুন।

বিশেষ সর্তকতাঃ

  • এই ধরনের কাজগুলো খুবই ঝামেলাপূর্ণ হয় তাই বাড়ির বড়রাই এ কাজটি করুন। নয়তো কোন ভুল হলে ফ্রিজটি নষ্ট হয়ে যেতে পারে।
  • কখনই ফ্রিজটি পরিষ্কার করতে কোন বিশেষ ক্লিনার ব্যবহার করবেন না।
  • যেসব জায়গায় জল পৌছালে ক্ষতির সম্ভাবনা আছে সে বিষয়ে সতর্ক থাকুন। 
Article Categories:
Tips & Hacks

Comments

  • সুন্দর

    Proton mia September 1, 2022 9:23 am Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *