এক একটা টিফিন বক্স আছে যার ঢাকনা খুলতে গিয়ে সারা বাড়ির লোক একবার একবার করে সেটা নিয়ে কসরত করে। তাও অনেক সময় সেটা খুলতেই চায় না। নখের ডগা ব্যাথা হয়ে যায়, তবুও টিফিন বক্সের ঢাকনা খোলে না। এমনটা আমাদের প্রত্যেকের সাথেই হয়। এবার থেকে এরকম হলে বেশি ভাববেন না বরং আজকের বলে দেওয়া কয়েকটা উপায়ের যেকোনো একটি ট্রাই করবেন। নিমেষের মধ্যে টিফিন বক্সের ঢাকনা খুলে যাবে। তাহলে চলুন ঝটপট এই টিপসগুলো দেখে নেওয়া যাক।
১. গরম জলের সাহায্য নিনঃ
গরম জল দিয়ে সহজে ঢাকনা খুলে ফেলতে পারেন। বেশি করে জল গরম করে সেটা অল্প ঠাণ্ডা করে নিন তারপর তাতে টিফিন বক্স রাখুন। মিনিট ১৫ এটা রেখে দিয়ে তারপর জল থেকে তুলুন। একটা কাপড় দিয়ে টিফিন বক্সের জল মুছে নিন। কাপড়টা মুড়ে বক্সের ধাকনার উপর কয়েকবার চাপ দিলেই ঢাকনা খুলে যাবে নিমেষের মধ্যে।
২. ব্ল্যাক টেপের ব্যবহার করুনঃ
প্রত্যেকের ঘরে ব্ল্যাক টেপ থাকে। নানা রকমের হ্যাক কড়া যায় ব্ল্যাক টেপ দিয়ে। টিফিন বক্সের ঢাকনা খুলতে এটা কাজে লাগাতে পারেন। বক্সের ঢাকনার গায়ে একটা ব্ল্যাক টেপ দুবার ঘুরিয়ে পেচিয়ে নিন। শেষের প্রান্তটা হাতে রাখুন। এবার খুব সাবধানে জোরে ব্ল্যাক টেপের শেষ ভাগটা ধরে একটা হ্যাচকা টান দিন। খুলে যাবে ঢাকনা।
৩. খড়খড়ে কাপড় দিয়ে ঢাকনা খুলুনঃ
টিফিন বক্সের ঢাকনা শক্ত ভাবে এঁটে রয়েছে, খুলছে না। তাহলে একটা খড়খড়ে কাপড় বা গামছা ব্যবহার করুন। খড়খড়ে কাপড় বক্সে জরিয়ে নিন ভালো করে। তারপর সেটা দিয়ে বক্সের ঢাকনা ঘোরাতে থাকুন। কাপড়ের সাথে ঘর্ষণের ফলে বক্সের ঢাকনা খুলে যাবে।
৪. রবার দিয়ে খুলে নিনঃ
রবার ব্যান্ড দিয়ে বক্সের ঢাকনা খুলে নিতে পারেন। এর জন্য কয়েকটা রবার ব্যান্ড ঢাকনায় আগে আটকে নিন। তারপর এটা ধরে খুব জোরে চাপ দিন। ঢাকনা খুলে হাতে চলে আসবে।