গতকাল শাহী নৈশভোজ খেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে। ডিনার টেবিলে পাশাপাশি বসে ডিনার সারলেন সৌরভ গাঙ্গুলির ও অমিত শাহ। সৌরভ-জায়া ডোনা তাঁদের নিজের হাতে আপ্যায়ন করলেন। নানা রকমের নিরামিষ খাবারে সম্ভার ছিল মহারাজের বাড়িতে।
সৌরভ গাঙ্গুলির বাড়িতে ভুরিভোজের মেনু অমিত শাহের জন্যঃ
গাঙ্গুলি পরিবার নানা ধরণের নিরামিষ পদ দিয়ে টেবিল সাজিয়েছিলেন। লুচি থেকে আম পোড়ার শরবৎ কি ছিল না তাতে!
আম পোড়ার শরবৎ,গন্ধরাজ ঘোল, মোচার চপ, ছানা কড়াইশুঁটির চপ, পুরভরা আলু, ব্রকলি কর্ণ টাচ, ভেজিটেবল ডিমশাম, আম পোস্তর বড়া, ভেজিটেবল কাটলেট, দিয়ে খাওয়া শুরু হয়। মূল মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, ভাজা মশলার আলুর দম, এঁচোড়ের কালিয়া, ছানার কোপ্তা, পনির, ডাল মাখনি, কাজু কিসমিস পোলাও, ভাজা মুগের ডাল, মিষ্টি দই, নলেন গুঁড়ের সন্দেশ, রসগোল্লা, কাজু বরফি, পান আর ভাজা মৌরি।