সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, ধৈর্য করওয়া অভিনীত সিনেমা, ‘গেহরাইয়াঁ’। ভালো খারাপ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। ছবির জন্য নানা প্রমোশানে গিয়ে অভিনেতারা নানা প্রশ্নের সন্মুখিন হয়েছে। আর তার মধ্যে থেকে জানা গিয়েছে ফিটনেস ফ্রিক এই চারজন বলিউড অভিনেতা অভিনেত্রীদের প্রিয় খাবারের নাম। তাহলে দেরি না করে জেনে নিন এদের পছন্দের খাবারের তালিকা কি কি আছে। আমাদের মত সাধারণ মানুষের মতই কি খাওয়ার টেস্ট নাকি তাতেও রয়েছে তারকা সুলভ স্বাদ!
১. দীপিকা পাড়ুকোন কি কি খেতে পছন্দ করেনঃ
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ ও ফিট নায়িকা নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোন। শরীর চর্চার কারনে তিনি খাওয়ার ব্যাপারে খুবই সচেতন। তবে সুযোগ পেলে দীপিকা তার প্রিয় খাবার হাতছাড়া করেন না। বিসকফের তৈরি যেকোনো খাবার তাঁর পছন্দের। বিসকফ হচ্ছে কুকি মাখন যা প্রাথমিকভাবে স্পেকুলস কুকি ক্রাম্বস (মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বিসকফ নামে পরিচিত), চর্বি (যেমন উদ্ভিজ্জ তেল, কনডেন্সড মিল্ক বা মাখন), ময়দা এবং চিনি দিয়ে তৈরি।
মুম্বাইে ‘হাইওয়ে গোমন্তক’ নামের একটি রেস্তোরাঁ আছে যেখানে গিয়ে খেতে দীপিকা সবচেয়ে বেশি পছন্দ করেন। মুম্বাই শহরের সবচেয়ে সুস্বাদু মালওয়ানি খাবার এখানে পাওয়া যায়। যা দীপিকার ফ্রেবারিট।
২. অনন্যা পান্ডের ফ্রেবারিট খাবারঃ
অনন্যা পান্ডে স্লিম ফিগার ও টোনড চেহারার জন্য পরিচিত। কিন্তু তিনি মনে প্রাণে সম্পূর্ণ ভোজনরসিক। তাঁর প্রিয় খাবার হল বাটার চিকেন এবং চিজ দিয়ে বানানো নান। তিনি প্রোটিন প্যানকেক ও ওটসও খেতে খুবই পছন্দ করেন। প্রায় প্রতিদিনই খায় তিনি খেয়ে থাকেন। অনন্যা সুশি খেতেও পছন্দ করেন। মুম্বাইয়ের ‘মিজু’ নামের রেস্তোরাঁয় বানানো সুশি তাঁর অল টাইম ফ্রেবারিট।
৩. সিদ্ধান্ত চতুর্বেদীর প্রিয় খাবার আপনার আমারও প্রিয়ঃ
আপনি আমি যেরকম রোজ ভাবি যে ‘আজ থেকে আর বাইরের খাবার খাবো না, বিশেষ করে রাস্তার জাঙ্ক ফুড’। কিন্তু বাইরে বেরনো মাত্রই ফুচকা বা রোলের দোকানের দিকে চুম্বকের মত গিয়ে আটকে যাই। সিদ্ধান্তেরও প্রায় একই অবস্থা। সিদ্ধান্ত যতটা পারে জাঙ্ক ফুড এড়িয়ে চলে কিন্তু যখন তার প্রিয় খাবারের কথা আসে, তখন তিনি পানি পুরি (ফুচকা), সেভ পুরি, পাও ভাজি এমনকি দোসা খেতে অসম্ভব ভালোবাসেন। মাঝরাতে খিদে পেলে সিদ্ধান্ত তার ক্ষুধা মেটানোর জন্য কুড়কুড়ে খাকড়া প্রায়শই খেয়ে থাকেন। তাঁর পছন্দের আরেকটি খাবার এটি।
৪. ধইরিয়া করওয়া কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেনঃ
ধইরিয়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন মুখ। ‘উরি’, ‘৮৩’ এবং’গেহরাইয়াঁ’র মতো সিনেমা তাঁর ঝুলিতে। তাঁর অল টাইম প্রিয় খাবারের মধ্যে রয়েছে মোমো। তাও আবার চাটনি সহ ‘দিল্লিওয়ালে’ বিশেষ মোমো।