রান্নাঘরের জানলা খুব দ্রুত নোংরা হয়ে যায়। কারন একটাই, গ্রীস স্প্ল্যাটার এবং বাষ্প রুম জুড়ে খাবারের ক্ষুদ্র কণাগুলি ছড়িয়ে দেয়। যা জানলায় বসে যায় ধুলোর সাথে। ফলে তেল চিটচিটে হয়ে যায় খুব দ্রুত। কাপড় দিয়ে ঝাড়লে ভালো ভাবে পরিষ্কার হয় না। রান্নাঘরের জানলা পরিষ্কার করার নানা উপায় আছে। তবে আজ সবচেয়ে সোজা ও কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করবো।
রান্নাঘরের তেল চিটচিটে জানলা পরিষ্কার করতে কি লাগবেঃ
- হোয়াইট ভিনেগার ৩০ এম.এল
- গরম জল দুকাপ
- বাটি মাঝারি সাইজের
- বাসন মাজার সাবান বা সার্ফ (ঐচ্ছিক)
- মাইক্রোফাইবার কাপড়
কিভাবে আপনার রান্নাঘরের জানালা পরিষ্কার করবেনঃ
একটি বাটিতে দুকাপ গরম জল নিন। তাতে ৩০ এম.এল হোয়াইট ভিনেগার মেশান। ভালো করে চামচ দিয়ে জলের সাথে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার ও জলের মিশ্রণটি ছোট কাপে করে নিয়ে রান্নাঘরের জানলায় ঢালুন। পুরো জানলা এই মিশ্রণ দিয়ে ভিজিয়ে দিন। ভেজানোর পর ১০ মিনিট অপেক্ষা করুন। মাইক্রোফাইবার কাপড় থাকলে খুব ভালো, না হলে মোটা সুতির কাপড় নিন। তা দিয়ে জানলার গ্রিল উপর থেকে নিচ অব্দি ঘষে ঘষে পরিষ্কার করুন। দেখবেন কাপড় বোলালেই নোংরা উঠে জানলা চকচক করছে। এটি জানলার গ্রিলের সাথে সাথে কাঠের জানলায়ও অ্যাপ্লাই করবেন।
জানলা বেশি ময়লা হলে!
যদি অনেকদিনের ময়লা জানলায় জমা থাকে তাহলে ভিনেগার জল দেওয়ার আগে বাসন মাজার সাবান বা সার্ফ দিয়ে একবার জানলা ধুয়ে নেবেন। তারপর তা মুছে নিয়ে ভিনেগার জল দিয়ে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করবেন। তেল চিটচিটে ভাব উঠে যাবে। বেশি কসারত করতে হবে না। খুব সহজ ও কার্যকরী এই টিপস।
রান্নাঘরের কাঁচের জানলাঃ
কাঁচের জানলা হলে গরম জলে ভিনেগার দেওয়ার সাথে সাথে সামান্য লেবুর রস মিশিয়ে দেবেন। স্প্রে বোতল দিয়ে কাঁচের জানলায় এটা ছড়িয়ে দেবেন। ১০ মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মুছবেন। দেখবেন জানলা চকচক করছে। আর তেল চিটচিটে ভাবও নেই।
বিশেষ কথাঃ
আজকের এই টিপস দিয়ে রান্নাঘরের তেল চিটচিটে জানলা পরিষ্কার যেমন করতে পারবেন, তেমনই বাড়ির যেকোনো ধুলো ময়লা জমা জানলাও পরিষ্কার ক্লিন করে নিতে পারেন। বেশি ময়লা হলে আগে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নেবেন। তারপর বলে দেওয়া উপায় স্টেপ বাই স্টেপ ব্যবহার করে পরিষ্কার করবেন।