রোজ বাড়িতে কিছু না হলেও দুই থেকে তিনবার চা বানানো হয়ে থাকে। আর বারবার চা বানানো মানেই চায়ের ছাঁকনির ব্যবহার করা। জল দিয়ে যতই পরিষ্কার করুন বা ব্যবহার করুন বাসন মাজার সাবান, কালচে ভাব যায় না। তবে আপনার হাতের কাছেই এমন জিনিস আছে যা ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটে কালচে ছাঁকনি পরিষ্কার করে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই ঘরোয়া টিপস।
চায়ের ছাঁকনি পরিষ্কার করতে কি কি লাগবেঃ
- একটা বড় গামলা
- ৫০০ এম.এল গরম জল
- ইনোর প্যাকেট একটা
- পুরনো দাঁত মাজার ব্রাশ একটা
- ডিশওয়াসার ২ চামচ
চায়ের ছাঁকনির ময়লা পরিষ্কার করার পদ্ধতিঃ
গ্যাস অন করুন। চায়ের ছাঁকনি গ্যাসের আঁচে এক মিনিটের জন্য উল্টে পাল্টে গরম করুন। গ্যাস অফ করে ছাঁকনি রান্নাঘরের স্ল্যাপে ঠুকতে থাকুন। এতে ভিতরের ময়লা জ্বলে গিয়ে ছাই হয়ে পড়ে যাবে। পুরনো দাঁত মাজার ব্রাশ নিয়ে ঘষতে থাকুন ছাঁকনিটা। কালচে ময়লা ঝরে ঝরে পড়বে।
এবার গামলায় ৫০০ এম.এল গরম জল ঢালুন। তাতে এক প্যাকেট ইনো দিন। ছাঁকনি তার মধ্যে ডুবিয়ে রাখুন ৩ মিনিটের জন্য। তিন মিনিট পর জল থেকে ছাঁকনি তুলে নিন। পুরনো দাঁত মাজার ব্রাশে ডিশওয়াসার লাগিয়ে ছাঁকনি মেজে নিন ভালো করে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ৫ মিনিটের মধ্যে নোংরা কালচে ময়লা ছাঁকনি পরিষ্কার চকচকে হয়ে উঠবে। আজই ট্রাই করে দেখুন।