মিষ্টির বক্স বা প্যাকেট কিংবা চিনি খোলা রাখলেই পিঁপড়ের আক্রমণ! মহা সমস্যা আর কি! এর থেকে বাঁচতে খুব সহজ সহজ উপায় আছে। এতে পিঁপড়ে মিষ্টির থেকে শুধু দূরে যাবে না বাড়ি ছেলে পালাবে। যা যা জিনিস লাগবে তা আপনার রান্নাঘরেই আছে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক মিষ্টির থেকে পিঁপড়েকে দূরে রাখার সহজ সেই টিপস।
মিষ্টির থেকে পিঁপড়েকে দূরে রাখার সহজ টিপসঃ
১. ভিনেগার ব্যবহার করুন পিঁপড়ে দূরে রাখতেঃ
একটা বোতলে এক কাপ জল নিন। তাতে ২ চামচ ভিনেগার ঢালুন। ভালো করে মেশান। মিষ্টির বাক্স বা প্যাকেট যেখানে রাখা আছে সেখানে এই মিশ্রণ ছড়িয়ে দিন। এটা ছড়িয়ে দিলে পিঁপড়ে সেখানে আসবে না। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে যার গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারে না। তাই এটা ব্যবহার করে দেখতে পারেন। পিঁপড়ে আর আপনার মিষ্টির প্যাকেটে এসে আক্রমণ করতে পারবে না।
২. মিষ্টির থেকে পিঁপড়েকে দূরে রাখতে কফি ব্যবহার করুনঃ
কফি পিঁপড়েকে মিষ্টির থেকে দূরে রাখতে দারুন কাজ করে। কফির গন্ধ এত তীব্র হয় যে পিঁপড়ে এটা সহ্য করতে পারে না। একটি বাটিতে কফি রেখে তা পিঁপড়ে যেখান থেকে আসছে সেখানে রেখে দিন। মিষ্টির প্যাকেট তো দূর ঘরে আসবে না।
৩. গোলমরিচ রাখুনঃ
গোলমরিচে রয়েছে এক তীব্র ঝাঁঝালো গন্ধ। এই গন্ধ পিঁপড়েরা একদম পছন্দ করে না। তাই মিষ্টির প্যাকেট যেখানে রাখছেন সেখানে রেখে দিন কয়েকটা গোলমরিচের দানা। এতে আপনার কাজ হয়ে যাবে।
৪. তেজপাতা দিয়ে পিঁপড়ে তাড়ানঃ
যে যৌগগুলি লবঙ্গ এবং তেজপাতার মধ্যে তীব্র গন্ধ তৈরি করে তা পিঁপড়েকে তাড়াতে দুর্দান্ত কাজ করে। একটি থালায় তেজপাতা বিছিয়ে দিয়ে তার উপর মিষ্টির প্যাকেট রাখুন। পিঁপড়ে আসবে না।
৫. রসুন রাখুন পিঁপড়ে তাড়াতেঃ
লবঙ্গ এবং তেজপাতার মতো, রসুনের একটি তীব্র গন্ধ রয়েছে। যা পিঁপড়েদের বিভ্রান্ত করে তারা মিষ্টির গন্ধ বুঝতে পারে না। পিঁপড়ে আসার পথে কয়েক কোয়া রসুন রাখুন বা যেখানে মিষ্টির প্যাকেট রাখছেন সেখানে কয়েক কোয়া রসুন রাখুন। পিঁপড়ে বলে কিছু থাকবে না ঘরে।