অরিজিৎ সিং বলিউড ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার। মিউজিক কম্পোজার এবং মিউজিক প্রোগ্রামার। মানুষ অরিজিৎ সিংয়ের কণ্ঠে পাগল। তাঁর পছন্দের খাবার লিস্ট নিয়ে হাজির হলাম। কি কি খেতে ভালোবাসেন আমাদের সকলের প্রিয় গায়ক! চলুন দেখে নেওয়া যাক।
অরিজিৎ খাবারকে জীবনের খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেক ইন্টার্ভিউতে বলেছেন। শুধুমাত্র বাড়িতে রান্না করা ভারতীয় খাবার পছন্দ খেতে তিনি পছন্দ করেন। সত্যি মাটির মানুষ। এত বড় শিল্পী হয়েও সাদামাটা এই জীবনবোধ, শেখার মত তাঁর থেকে।
অরিজিৎ সিং’এর প্রিয় খাবারঃ
- বাড়িতে রান্না করা যেকোনো খাবার তাঁর বড় পছন্দের।
- অরিজিৎ নন-ভেজ খেতে পছন্দ করেন খুবই। নন-ভেজে অরিজিৎ’এর প্রথম পছন্দ চিকেন বা মুরগির মাংস।
- মাছের ঝোল আর ভাত তাঁর কাজে শান্তির খাবার। বেশি মসলাদার নয়।
- আর পাঁচটা বাঙালীর মত অরিজিৎও আলু সেড্ডো (আলু ফোড়ন), আলু পোস্তো খেতে খুবই পছন্দ করেন।
- মিষ্টি এত গলা যার তিনি মিষ্টি খেতে পছন্দ করবেন এটাই স্বাভাবিক। মিষ্টির মধ্যে অরিজিৎ আইসক্রিম খেতে খুব পছন্দ করেন।
অরিজিৎ সিং’এর রোজকার খাওয়া দাওয়াঃ
কালো চা দিয়ে দিন সকাল শুরু করেন অরিজিৎ। সকালের জলখাবার বা নাস্তায় অরিজিৎ’এর বিশেষ তেমন পছন্দ নেই, বাড়িতে যা রান্না হয় তাই তিনি খান। যদিও অরিজিৎ নন-ভেজ খেতে বেশি পছন্দ করেন, তবে তিনি সবজি খান নানারকমের। দুপুরের খাবার সাধারণ বাঙালীর মতই ডাল, ভাত, আলু সেদ্ধ বা আলু পোস্ত, নানা রকমের সবজি, মাছের ঝোল বা মাংস। যেদিন যা হয় বাড়িতে। তবে তিনি ভাত একদমই কম খান।
সন্ধ্যায়, অরিজিৎ যে কোনও একটি স্বাস্থ্যকর পানীয় গ্রহণ করেন। রাতের খাবারটি খুব হালকা খান তিনি। স্যুপ, একটি রুটি এবং যেকোনো একটি সবজি বা ডাল দিয়ে অরিজিৎ ডিনার সারেন। ফলের মধ্যে অরিজিতের পছন্দ কমলালেবু ও আপেল।
আমরা সবাই জানি তিনি কতটা মাটির মানুষ। তার খাবারের পছন্দ ও রোজকার খাওয়া দাওয়া দেখেও আরেকবার প্রমাণ হল সত্যি তিনি অসাধারণ একজন মানুষ। আর যেহেতু অরিজিৎ সবসময় বাড়িতে রান্না করা খাবার পছন্দ করে, তাই তার প্রিয় সেফ তার মা এবং স্ত্রী।