অভিনেত্রী মৌনি রায়, যিনি সম্প্রতি সুরজ নাম্বিয়ারের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি তাঁর ইনস্টাগ্রামে বিয়ের ছবির পাশাপাশি নানান খাবারের ছবিও শেয়ার করছেন ফ্যানদের জন্য। তিনি তাঁর প্রিয় নানা রকমের মুখরোচক খাবারের সাথে সাথে তাঁর পছন্দের খিচুড়ির ছবিও শেয়ার করেছেন।
বিয়ের পরে যেখানে নানা রকমের ভুঁড়ি ভোজ খাওয়ায়র পালা থাকে সেখানে মৌনী মায়ের হাতের খিচুড়ি আর বেগুন ভাজাকে আপন করে নিয়েছেন। মৌনি রায়, যিনি একজন বাঙালিও বটে। তাকে তাঁর বিয়ের অনুষ্ঠানের একদিন পর আরামদায়ক খিচড়ি উপভোগ করতে দেখে তাও আবার বেগুন ভাজার সাথে, মুগ্ধ হয়েছে গোটা নেট দুনিয়া। ইনস্টাগ্রামে তিনি ছবি শেয়ার করে লিখেছেন, “FAVVVVVV”। খাবার এখানেই শেষ হয়নি। এর পরে ছিল এক কাপ গরম চকোলেট এবং মার্শম্যালো।
এত গেল খিচুড়ির গল্প এবার আসা যাক ম্যাগিতে। হানিমুনে গিয়ে মৌনী মন মাতানো সব ছবির পাশাপাশি এক বাটি গরম ম্যাগির ছবিও পোস্ট করেছেন। যা দেখে ফ্যানদের মনে একটাই প্রশ্ন তবে কি নায়িকা চুটিয়ে চিট ডায়েটে আছেন এখন? যাই হোক খিচুড়ি আর ম্যাগি তাও ম্যাগি মসলা দিয়ে যে বাঙালীর বরাবরের প্রিয় খাবার যেকোনো সময়ে, তা আরেকবার বলিউডের এই বাঙালী অভিনেত্রী প্রমাণ করে দিলেন। তাহলে আর দেরি না করে চলুন আজ খিচুড়ি নয়তো দুই মিনিটে ম্যাগি বানিয়ে খেয়ে নেওয়া যাক।