skip to content
CurryNaari
Welcome to Nandini’s world of cooking & more...

ফ্রিজে বরফ না জমার কারণ ও কিছু সমাধান!

ফ্রিজে বরফ নেই

যন্ত্রপাতির সঠিক ব্যবহার না হলে নানা সমস্যা দেখা দেয়। অনেক সময় ফ্রিজে বরফ জমতেই চায় না। মিস্ত্রি ডেকে এনে ঠিক করাতে হয়। অনেক সময় কারণ না জানার দরুন একটা মোটা অঙ্কের বিল বানিয়ে দেয় মিস্ত্রি। আজ আপনাদের সাথে এর কারণ শেয়ার করবো যা জানা থাকলে সমাধান নিজেরাও অনেক সময় করতে পারবেন। আর যদি মিস্ত্রিকে ডাকেনও তাহলে আপনাকে বোকা বানিয়ে একগাদা টাকা নিয়ে যেতে পারবে না।

ফ্রিজে বরফ না জমার কারণঃ

অনেকেই বলবেন যে এত ঝামেলার দরকার কি! কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের ফ্রিজ কেন কাজ করছে না তা জেনে রাখতে ক্ষতি কি! বিশেষ করে ফ্রিজে বরফ না জমার কারণ জানা থাকলে আপনি নিজেও অনেক সময় এর সমাধান করতে পারেন অনায়াসে।

যদি আপনার ফ্রিজার হিমায়িত না হয়, তবে সম্ভবত কনডেন্সার কয়েলগুলি নোংরা হয়ে রয়েছে। যা ফ্রিজারের সামগ্রিক শীতল ক্ষমতা হ্রাস করে দেয়। এর ফলে ইভাপোরেটর ফ্যান মোটরটি কাজ করতে পারে না সঠিক ভাবে। যেহেতু এটি ফ্রিজার জুড়ে বাতাস সঞ্চালনের কাজ করে তাই এটি দ্রুত ঠিক করা দরকার। স্টার্ট রিলে, যা কম্প্রেসারকে শক্তি দেয় তা কাজ করা কমিয়ে দিলে এই সমস্যা হয়। এটা যান্ত্রিক ব্যাপার। এছাড়া তিনটি কারনে ফ্রিজে বরফ জমে না অনেক সময়। আর তা হল-

  • সিল আলগা হয়ে যাওয়া
  • ফ্রিজারে অতিরিক্ত জিনিস থাকা
  • বহুদিন সার্ভিসিং না করানো

তিনিটি উপায়ে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। এতে কাজ হয়ে গেলে আপনার মিস্ত্রি ডাকার প্রয়োজন নেই।

১. সিল পরীক্ষা করুনঃ

সিলগুলি ফ্রিজারের দরজার চারপাশে অবস্থিত থাকে। তাদের প্রধান কাজ হল উষ্ণ বাতাসকে ফ্রিজে প্রবাহিত করা থেকে বিরত রাখা এবং ঠান্ডা বাতাসকে ফ্রিজ থেকে বের হতে দেওয়া। আপনার সিলগুলি কাজ করছে কিনা তা পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হল কাগজ রেখে পরীক্ষা করা।

পরীক্ষা করার আগে, ফ্রিজে সিলের গায়ে লেগে থাকা ময়লা মুছে ফেলুন। ময়লা সিলগুলিকে সঠিক ভাবে লক করা থেকে বাধা দেয়। সিলের বিপরীতে একটি কাগজের বিল ফ্ল্যাট করে রাখুন এবং দরজা বন্ধ করুন। আপনি যদি সহজেই কাগজটি বের করতে পারেন তবে জানবেন আপনার সীলগুলি খুব আলগা। এর ফলে ফ্রিজারে বরফ জমছে না। কারণ গরম হাওয়া প্রবেশ করছে।

এক্ষেত্রে সীল কিনে এনে নিজেই ইনস্টল করতে পারেন। কিভাবে করতে হয় তার হাজার একটা ভিডিও নেটে পেয়ে যাবেন। যদি বিলটি বের করার জন্য অনেক প্রচেষ্টার প্রয়োজন হয় তবে সীলগুলি সম্ভবত ঠিক আছে।

২. ফ্রিজারে জিনিস গুছিয়ে রাখুনঃ

ফ্রিজে বরফ জমার জন্য সামান্য হলেও স্পেস রাখার প্রয়োজন। অনেক সময় একগাদা জিনিস গায়ে গায়ে লাগিয়ে আমরা এতে রাখি। ফলে ঠাণ্ডা বাতাস চলাচলে বাধা প্রায়। এর ফলে ঠাণ্ডা হয় না। তাই ফ্রিজারে জিনিস রাখলে গুছিয়ে রাখুন। প্রত্যেকটা আইটেমের মধ্যে যেন একটা গ্যাপ থাকে। এগুলো গুছিয়ে রেখে দেখুন আগের থেকে বেশি ঠাণ্ডা হচ্ছে কিনা। প্রয়োজন হলে কিছু জিনিস ফ্রিজার থেকে নামিয়ে নর্মাল রাখুন।

৩. সার্ভিসিং করানঃ

প্রত্যেক জিনিসের আয়ু তার ব্যবহার ও যত্নের উপর টিকে থাকে। ফ্রিজ খারাপ না হওয়া অব্দি আমরা কেউ সার্ভিসিং করাই না। এটা করালে ফ্রিজের প্রত্যেকটা পার্ট পরিষ্কার থাকে ফলে ভালো ভাবে কাজ করে। ৪ থেকে ৫ মাস অন্তর অন্তর যদি সার্ভিসিং করান তাহলে আপনার ফ্রিজে বরফ না জমার সমস্যা কখনই দেখা দেবে না। আর হ্যাঁ খারাপ হলে যত খরচ হয় সারাতে তাতে ২ থেকে ৩ বার সার্ভিসিং হয়ে যায়।

অন্যান্য টিপসঃ

২৪ ঘণ্টা যদি ফ্রিজ চলে তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ থার্মোস্ট্যাট সঠিক ভাবে কাজ করতে পারেনা একটা সময় পর থেকে। তাই দিনে একঘণ্টা হলেও ফ্রিজ বন্ধ রাখুন। ফ্রিজের কলকব্জাকে একটু রেস্ট নিতে দিন।

সপ্তাহে অন্তত একবার হলেও ভালো করে ফ্রিজ পরিষ্কার করুন। ফ্রিজে জিনিস গুছিয়ে রাখুন। গ্যাপ দিয়ে জিনিস রাখুন। হাওয়া চলাচলের জায়গা রাখুন।

Article Tags:
· ·
Article Categories:
Food-kitchen-insights

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *