skip to content
CurryNaari
Welcome to Nandini’s world of cooking & more...

তামান্না ভাটিয়া যে খাদ্যরসিক না দেখলে বিশ্বাস হবে না! এক ঝলকে দেখে নিন।

তামান্না ভাটিয়া

অভিনেত্রী তামান্না ভাটিয়া যে খেতে ভালবাসেন, তাঁকে দেখে কিন্তু বোঝা যায় না। বাড়িতে তৈরি করা খাবারের পাশাপাশি বাইরের খাবারও তিনি খেয়ে থাকেন সমান তালে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে দেখে নিন এক ঝলকে নিজেরাই।

১. বড়া পাও খাওয়ার সুযোগ হাত ছাড়া করেন না তামান্না ভাটিয়াঃ

পরিচালক মধুর ভান্ডারকারের সাথে নায়িকা তামান্না ভাটিয়া বড়া পাও খেতে ব্যাস্ত। কাজের ফাঁকে বড়া পাও খাওয়ার সুযোগ হাত ছাড়া করেননি তামান্না। মধুর ভান্ডারকার পরিচালিত ‘বাবলি বাউন্সার’ নামে ছবিতে অভিনয় করছেন তামান্না। সেই ছবির শুটিং’এর মাঝে নায়িকা ও পরিচালকের পেটপুজো চলছে আর কি!

২. সমুদ্রের কাছে গেলে আর পাঁচজনের মত যখন নায়িকারও খিদে পায়ঃ

তামান্না ভাটিয়া খেতে প্রচুর ভালোবাসেন তা সত্যি। আর এই ছবি তা জানান দিচ্ছে। সমুদ্রে কাছে ঘুরতে গিয়ে আপনার আমার যে পরিমান খিদে পায় আর খাই খাই করি, তা এখানে দেখতেই পাচ্ছেন। পাহাড় সমান বার্গার হাতে তামান্না হেঁটে চলেছে।

৩. নুডলস খাওয়ার আগে একটা ছবি লাগেঃ

ফ্লাইট মিস হওয়ার দুঃখে মন খারাপ না করে যে নুডলস খেতে হয় তা তামান্না নিজেই বলছে।

৪. মিষ্টি মেয়ের মিষ্টি মুখ তাও আবার প্যারিসেঃ

৫. বিউটি আর ব্রেকফাস্ট যখন একসাথেঃ

ফল, বাদাম আর মধু দিয়ে ব্রেকফাস্ট বানাতে ব্যাস্ত নায়িকা।

৬. কফিও বলছে ‘Happy to see you here Tamanna’

Article Tags:
Article Categories:
Fun-Facts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *